• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

একসঙ্গে দুই জাতীয় দলের ভাবনা পাপনের 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৬:১৯ পিএম
একসঙ্গে দুই জাতীয় দলের ভাবনা পাপনের 

গত জুলাইয়ে দুইটি জাতীয় দল তৈরি করে হৈ চৈ ফেলে দিয়েছিল প্রতিবেশী দেশ ভারত। তাদের একটি দল শ্রীলঙ্কায় খেলেছিল শিখর ধাওয়ানের নেতৃত্বে। আরেকটি দল ছিল ইংল্যান্ডে, যেটির দায়িত্ব ছিল নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির কাঁধে। এবার তেমনি এক অভাবনীয় কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) চার বছর পরে অনুষ্ঠিত এজিএম শেষে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সংবাদ সম্মেলন এসব কথা বলেন পাপন।

একসঙ্গে দুইটি জাতীয় দল গড়া নিয়ে বিসিবির সভাপতি পাপন বলেন, ‘আমাদের দুইটা জাতীয় দল একসাথে খেলবে, এমন সময়ের বেশি দেরি নেই আমার ধারণা। নভেম্বরে পাকিস্তান আসার কথা রয়েছে আমাদের দেশে। এর বাইরে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজও আছে। সুতরাং (একসঙ্গে দুইটি জাতীয় দল) হতেই পারে।’

এ ব্যাপারে সবাইকে শান্ত থাকার কথা জানিয়ে পাপন আরও বলেন, ‘শুধু বলব যে অস্থির হয়েন না। এমন পরিস্থিতিতে নতুন কিছু খেলোয়াড় খেলবে। একটা দুইটা ম্যাচ খারাপ খেলতে পারে, তাতে হুলস্থুল হওয়া যাবে না। একটু ধৈর্য্য ধরুন, সময় দিলে আমার ধারণা দুইটা জাতীয় দল গঠন করা সম্ভব।’

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ সিরিজ। 

Link copied!